ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

সময়: সোমবার, জুন ২৩, ২০২৫ ৬:৩১:৩৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২৩ জুন’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির মোট ২৫ কোটি ৮২ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ১০ প্রতিষ্ঠানের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান ১০টি হলো- লাভেলো আইস্ক্রিম, ফাইন ফুডস, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বেক্সিমকো, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং প্রাইম ব্যাংক। আজ এই ১০ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৫৮ লাখ ২৪ হাজার টাকার।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। এদিন কোম্পানিটির ৮ কোটি ২১ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফাইন ফুডসের ২ কোটি ৪৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার টাকা, বেক্সিমকোর ১ কোটি ৬৪ লাখ ১৫ হাজার টাকা, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৩১ লাখ ১৩ হাজার টাকা, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৫ লাখ ৫৭ হাজার টাকা, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা এবং প্রাইম ব্যাংকের ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share
নিউজটি ৩২ বার পড়া হয়েছে ।
Tagged