নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্টকে প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা তোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ১০ কোটি প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। প্রত্যেকটি শেয়ারের মূল্য ১০ টাকা। কোম্পানির বিদ্যমান শেয়ারহোল্ডারা এই মূল্যে শেয়ার কিনতে পারবে।
এই শেয়ার সম্পূর্ণভাবে অবসায়নযোগ্য এবং নন-কনভার্টেবল।
এর আগে কোম্পানিটি গত বছরের ১১ মার্চ ডিএসইতে প্রেফারেন্স শেয়ার ইস্যুর বিষয়ে সংবাদ প্রকাশ করেছিল।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান