নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ লিমিটেড ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি অর্থসূচককে নিশ্চিত করেছেন কোম্পানির প্রধান মুখ্য নির্বাহী কর্মকর্তা আপেল মাহমুদ। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৩ নভেম্বর এজিএম এর দিন নির্ধারণ করা হয়েছে। আর তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ অক্টোবর দিন।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান