নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আর্থিক খাতের কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর বেড়েছে ৪১ দশমিক ৯ শতাংশ। য়ারটি সর্বমোট ৮ কোটি ৬ লাখ ৫৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৪০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বিচের দর বেড়েছে ৩১ দশমিক ৮২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৮ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৬১ লাখ ৩৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবলের দর বেড়েছে ৩১ দশমিক ১৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৭ কোটি ৬৭ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- জেমিনি সী ফুডের ২৯ দশমিক ৫৩ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ২৭ দশমিক ৩৭ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ২৬ দশমিক ৩২ শতাংশ, বেক্সিমকো ফার্মার ২৪ দশমিক ৬৭ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ২৩ দশমিক ৮৬ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২২ দশমিক ২২ শতাংশ এবং বাংলাদেশ ল্যাম্পসের শেয়ার দর ২১ দশমিক ৯১ শতাংশ বেড়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান