নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ১৫২ লাখ ২৭ হাজার ৫৬৬টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৬ কোটি ৫৩ লাখ ১ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৩ কোটি ৬৪ লাখ টাকা।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৫ কোটি ৬৫ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট টেক্সটাইল, ব্রাক ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও লংকাবাংলা ফিন্যান্স কোম্পানি লিমিটেড।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান