নিজস্ব প্রতিবেদক : প্রকৌশল খাতের সুহৃদ ইন্ডাস্ট্রিজের বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১.৩০ মিনিটে মেঘের ছায়া কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে। এর আগে আগামীকাল মঙ্গলবার ইজিএমের তারিখ ঘোষণা করা হয়েছিল।
প্রসঙ্গত কোম্পানির পরিশোধিত মূলধন ১০০ কোটি থেকে ১৫০ কোটিতে উন্নিত করা হবে। এজন্য সাধারণ বিনিয়োগকারীদের সবসম্মতিক্রমে অনুমোদনের জন্য এ সভা অনুষ্ঠিত হবে।
আজ এ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৬ টাকা ১০ পয়সায় লেনদন করে। গত এক বছরে ২০ টাকা থেকে ৪১ টাকা ৬০ পয়সায় ওঠানাম করে এ শেয়ারদর।
এদিকে ওরিয়ন ইনফিউশনের ইজিএম আগামী ১৫ ডিসেম্বর সকাল ১০.৪৫ মিনিটে বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ নভেম্বর।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী