নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (০২ জুলাই) উভয় শেয়ারবাজারের সব সূচপকের পাশাপাশি কমেছে লেনদেন। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮৬.৭৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৯৭ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১.৪৯ পয়েন্ট এবং সিডিএসইটি ০.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯২২.১০ পয়েন্টে, ১৩৩৯.৪৯ পয়েন্টে এবং ৭৯১.৮২ পয়েন্টে।
ডিএসইতে আজ ৮১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৭৪ কোটি ৫২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৫৫ কোটি ৭১ লাখ টাকার।
ডিএসইতে আজ ২৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪টির বা ৮.৭৯ শতাংশের, শেয়ার দর কমেছে ৩৬টির বা ১৩.১৮ শতাংশের এবং ২১৩টির বা ৭৮.০২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৩২১.১২ পয়েন্টে। সিএসইতে আজ ১২৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে ২৭টির আর ৭৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান