নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক এবং বিও অ্যাকাউন্টে জমা হয়েছে। কোম্পানিগুলো হলো- এসকে ট্রিমস, হামিদ ফেব্রিক্স এবং ওয়াটা কেমিক্যাল। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এসকে ট্রিমস লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। অন্যদিকে নগদ লভ্যাংশ বিইএফটিএন নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
ওয়াটা কেমিক্যাল ও হামিদ ফেব্রিক্স সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে ওয়াটা কেমিক্যাল ৫৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৩০ শতাংশ নগদ। অন্যদিকে হামিদ ফেব্রিক্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
৩০ জুন,২০১৯ সমাপ্ত হিসাব বছরে এসকে ট্রিমস ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান