আছিয়া সী ফুডের লেনদেনের তারিখ নির্ধারণ

সময়: বৃহস্পতিবার, জুলাই ১৪, ২০২২ ৪:১০:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আগামী ১৮ জুলাই ২০২২ থেকে শুরু হবে এসএমই প্ল্যাফরমে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা আছিয়া সি ফুড লিমিটেডের লেনদেন। আছিয়া সি ফুড ট্রেডিং কোড হবে “ACHIASF” এবং কোম্পানি কোড হবে ৭৪০০২.। গতকাল ১৩ জুলাই ২০২২ কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৫ এপ্রিল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির কিউআইও আবেদন অনুমোদন করেছে।

কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করেছে। এর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করেছে।

উত্তোলিত অর্থ নতুন যন্ত্রপাতি স্থাপন, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে কোম্পানিটি।

৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত বছরে কোম্পানিটির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা।

৩০ জুন ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৭ পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
শেয়ারবাজার২৪

 

Share
নিউজটি ২৩৩ বার পড়া হয়েছে ।
Tagged