ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ২০, ২০২২ ৫:৪৩:৩৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বে-মেয়াদী (ঙঢ়বহ-ঊহফ) ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিএসইসির ৮০৮তম সভায় এই অনুমোদন দেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ৩৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ৫ কোটি টাকা (ফান্ডের প্রাথমিক আকারের ১৪.২৮৫ শতাংশ) প্রদান করেছে এবং বাকি টাকা সাধারন বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট ওপেন-এন্ড ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক।

ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২১৮ বার পড়া হয়েছে ।
Tagged