সূচক কমলেও বেড়েছে লেনদেন

ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩০, ২০২১ ৬:৩৩:০৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবতায় শেষ হলো লেনদেন। আজ উভয় শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৩২৯.০৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৯২.০৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৩.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৭১০.৫২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

ডিএসইতে এদিন ৫৫ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ৭৪৮টি শেয়ার ৩ লাখ ১৪ হাজার ৭৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ৫০২ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৭৪ টাকা ৫০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৮১ হাজার ৫৪৩ কোটি ১২ লাখ ২৯ হাজার ৩২৮ টাকা ১৬ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫০.৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৩৭৩.৯৮ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। সিএসইতে ২ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৭৯৫টি শেয়ার ও ইউনিট ২৮ হাজার ৪৮৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১২২ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ৭৭৭ টাকা ৯০ পয়সা। এদিন সিএসইর বাজার মূলধন ছিল ৮৪ হাজার ৯২৫ কোটি ৬২ লাখ ৩ হাজার ৭২০ টাকা।

 

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৮৯ বার পড়া হয়েছে ।
Tagged