এসএমই মার্কেটে বিনিয়োগ সহজ করতে নির্দেশনা জারি

সময়: মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ১০:২১:৪৪ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের এসএমই মার্কেটে বিনিয়োগ সহজ করতে নির্দেশনা জারি করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংশ্লিস্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই প্লাটফর্ম) মার্কেটে সহজ করার জন্য ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলেই হবে।

আজ মঙ্গলবার (০৪ এপ্রিল) ডিএসই হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য সকল ট্রেকহোল্ডারদের নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে।

এর আগে গত বছরের ২২ সেপ্টেম্বর সর্বশেষ এসএমই প্লাটফর্মের বিনিয়োগের জন্য বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করে বিএসইসি। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি আদেশে বলা হয়, এসএমইতে লেনদেনে যোগ্য বিনিয়োগকারী হতে শেয়ারবাজারে ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে।

এর প্রেক্ষিতে গত বছরের (১৩ নভেম্বর) এক রিট পিটিশন দায়েরের পর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এসএমই মার্কেটে বিনিয়োগসীমার কারণ জানতে চায় হাইকোর্ট।

পরে চলতি বছরের ১৬ জানুয়ারি বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বিএসইসির শর্ত তিন মাসের জন্য স্থগিত করে দেয়।

দেশের স্বল্পমূলধনি কোম্পানিগুলোকে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করার সুযোগ দিতে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) এসএমই প্ল্যাটফর্ম শুরু হয়। ওই সময় নির্দেশনা দেওয়া হয় এসএমই প্লাটফর্মে লেনদেন করতে হলে শেয়ারবাজারে ৫০ লাখ টাকার বিনিয়োগ থাকতে হবে।

পরে এই বাজারকে প্রসারিত করতে ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, এখন থেকে এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করতে চাইলে শেয়ারবাজারে ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলেই হবে। এতোদিন এসএমই মার্কেটে লেনদেন করতে হলে ৫০ লাখ টাকা বিনিয়োগের প্রয়োজন ছিল।

 

Share
নিউজটি ১১৭ বার পড়া হয়েছে ।
Tagged