পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি

এ্যাপোলো ইস্পাতের ২ পরিচালক জরিমানা

সময়: বুধবার, অক্টোবর ২১, ২০২০ ৭:১৩:২৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করায় এ্যাপোলো ইস্পাতের ২ পরিচালককে ২০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার (২১ অক্টোবর) বিএসইসির ৭৪৫তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে সভায় কমিশনাররা উপস্থিত ছিলেন।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসইসি সূত্রে জানা গেছে, এ্যাপোলো ইস্পাতের পরিচালক আর্ট ইন্টারন্যাশনাল (মনোনিত পরিচালক মমতাজুর রহমান) ও জুপিটার বিজনেস (মনোনিত পরিচালক মসফিকুর রহমান) পূর্ব ঘোষণা ছাড়া যথাক্রমে ৮ লাখ ৮৮ হাজার ও ৮ লাখ ৯১ হাজার শেয়ার বিক্রি করেছে। এই অপরাধে উভয়কে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪০৭ বার পড়া হয়েছে ।
Tagged