ডিএসইর সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিডি মনুস্পুল

সময়: শনিবার, অক্টোবর ১৫, ২০২২ ১২:৫৫:৩৬ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১০- ১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে বিডি মনুস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ৩৫.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬০ টাকা ৮০ পয়সায়। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির মোট ৭৪ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার।

তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শেয়ার দর ৩০.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা ৪০ পয়সায়। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১২২ কোটি ২৮ লাখ ৭৭ হাজার টাকার।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ২৬.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৫১ টাকা ৩০ পয়সায়। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১০৮ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা।

ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নাভানা সিএনজির ২২.৬০ শতাংশ, আফতাব অটো মোবাইলসের ১৮.৬২ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১৭.০৫ শতাংশ, মুন্নু সিরামিকের ১৫.৭৮ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ১৫.৪৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ১৪.৮১ শতাংশ এবং এপেক্স ফুডসের ১৩.৭৫ শতাংশ দর বেড়েছে।

 

Share
নিউজটি ১৫১ বার পড়া হয়েছে ।
Tagged