প্রভাতি ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্নয়

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৯ ৬:৫৭:২৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ঋণমান নির্ণয় করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির প্রভাতি ইন্স্যুরেন্সের। কোম্পানিটিকে দীর্ঘ মেয়াদের জন্য এএ’ ও স্বল্প মেয়াদের জন্য ‘এসটি-টু’ রেটিং দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১ পর্যন্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মানদন্ড নির্নয় করেছে এআরজিইউএস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে ১৪ টাকা ৫০ পয়সা থেকে ৪৪ টাকা ৯০ পয়সায় লেনদেন হয় এ কোম্পানির শেয়ার।
২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৯ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা ও রিজার্ভে রয়েছে ৫২ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১৩.২২ পয়েন্ট এবং হালনাগাদ অনিরিক্ষিত মুনাফার ভিত্তিতে মূল্য আয় অনুপাত ১২.৪৫ পয়েন্ট।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৭১ বার পড়া হয়েছে ।
Tagged