ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস

সহযোগী কোম্পানির ৬৫% শেয়ার ধারণের সিদ্ধান্ত

সময়: বুধবার, মার্চ ৪, ২০২০ ৫:২৪:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস নতুন সাবসিডিয়ারি কোম্পানিতে ৬৫ শতাংশ স্পন্সর শেয়ার ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে কোম্পানিটি ইবনে সিনা পলিমার ইন্ডাষ্ট্রি লিমিটেড নামে একটি সহযোগী কোম্পানি প্রতিষ্ঠা করার কথা জানিয়েছিল।
সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ প্রস্তাবিত সহযোগী প্রতিষ্ঠানের জন্য ১০ কোটি টাকা পরিশোধিত মূলধন ও ৪০ কোটি টাকা অনুমোদিত মূলধন অনুমোদন করেছে।
সাবসিডিয়ারি কোম্পানিটি প্লাস্টিক এবং পলিমার সম্পর্কিত পণ্য, পেট বোতল ইত্যাদি তৈরি ও বাজারজাত করবে। ইবনে সিনা পলিমার ইন্ডাষ্ট্রি গাজীপুরের শ্রীপুর, মাওনা, চকপাড়াতে প্রতিষ্ঠিত হবে। সাবসিডিয়ারি কোম্পানিতে যৌথভাবে বিনিয়োগ করবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এবং ইবনে সিনা ট্রাস্ট।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৩১ বার পড়া হয়েছে ।
Tagged