সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সাইফ পাওয়ারটেক

সময়: শনিবার, জুলাই ৩১, ২০২১ ১:৫৭:১৩ অপরাহ্ণ


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে সাইফ পাওয়ারটেক। গত সপ্তাহে ডিএসইতে ৭ হাজার ১২৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সাইফ পাওয়ারটেকের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহটিতে সাইফ পাওয়ারটেকের ৮ কোটি ৮০ লাখ ৫০ হাজার ২২৪টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ২৫০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.৫২ শতাংশ। এর মাধ্যমে সাইফ পাওয়ারটেক ডিএসইর সাপ্তাহিক টপটেন টার্নওভারের শীর্ষ স্থান দখল রেখেছে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন টার্নওভারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – বেক্সিমকোর ২২৩ কোটি ৬১ লাখ টাকার, জিপিএইচ ইস্পাতের ১৮২ কোটি ৪৯ লাখ টাকার, বিএটিবিসির ১৭০ কোটি ৮৮ লাখ টাকার, বারাকা পতেঙ্গার ১৬৩ কোটি ৫৬ লাখ টাকার, ফু-ওয়াং সিরামিকসের ১৫৫ কোটি ৩৯ লাখ টাকার, একটিভ ফাইন কেমিক্যালসের ১১৫ কোটি ৮৪ লাখ টাকার, বিএফআইসির ৯৩ কোটি ৭৫ লাখ টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৮৬ কোটি ৯৯ লাখ টাকার এবং আইএফআইসি ব্যাংকের ৮৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩০১ বার পড়া হয়েছে ।
Tagged