সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের উত্থানেও কমেছে লেনদেন

সময়: রবিবার, অক্টোবর ৩, ২০২১ ৫:৩৫:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সূচকের উত্থানে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৩৫৬.০৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৯৩.৯৭ পয়েন্টে। এছাড়া, ডিএসই-৩০ সূচক ৩১.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৭৪১.৭১ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৯টি, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

ডিএসইতে আজ ৫১ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার ৯৯৫টি শেয়ার ৩ লাখ ১১ হাজার ৮৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য দুই হাজার ৪৩৯ কোটি ২৪ লাখ ৯২ হাজার ৭৯০ টাকা ৩০ পয়সা। এদিন বাজার মূলধন ছিল টাকার ৫ লাখ ৮২ হাজার ৯০১ কোটি ১২ লাখ ২ হাজার ৫৮৭ টাকা ২৬ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭০.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫৪৭.৭৩ পয়েন্টে। সিএসইতে আজ ৩২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির দর বেড়েছে, কমেছে ১৭০টির আর ২৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে আজ ২ কোটি ৮ লাখ ৭৫ হাজার ৭১টি শেয়ার ২২ হাজার ৮৯৮বার হাতবদল হয়, যার বাজারমুল্য ৭৯ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৯৮৯টাকা ৪০ পয়সাব। এদিন সিএসইর বাজার মূলধন ৮৪ হাজার ৯৩২ কোটি ৪ লাখ ৫৯ হাজার ৫ টাকা।

শেয়ারবাজার২৪

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৬৯ বার পড়া হয়েছে ।
Tagged