নিজস্ব প্রতিবেদক : সহযোগী প্রতিষ্ঠান এসিআই মটোরসে বিদেশি বিনিয়োগ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি এসিআই মটোরসে ১,২৬০,০০০,৩৬০ টাকা বা (ওয়ান বিলিয়ন টু হান্ড্রেড সিক্সটি মিলিয়ন থ্রি হানড্রেড অ্যান্ড সিক্সটি) ২৩ লাখ ৩৩ হাজার ৩৩৪টি কনভারটেবল নন-কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ারে বিনিয়োগ করবে। ৪৪০ টাকা প্রিমিয়াম সহ প্রতি শেয়ারের মূল্য হবে ১০০ টাকা।
এসিআই সহযোগী প্রতিষ্ঠান এসিআই মটোরসে শেয়ার সাবিসস্ক্রিপশনের জন্য খসড়া চুক্তি অনুমোদন করেছে।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ম্যানেজড অ্যাকাউন্ট সি.ভি এফএমও এর একটি সীমিত পার্টনারশীপ (নেদারল্যান্ডস ফিন্যান্সিয়ারিংস-ম্যাটসচাপ্পিজ জেওর ও এনটিউইকলেইলজেনল্যান্ড এন.ভি) এসডিআই পিটিই নেদারল্যান্ডসের আইনে অন্তভুক্ত একটি প্রতিষ্ঠান। এটি সিঙ্গাপুরের আইনে প্রতিষ্টিত একটি সংস্থা।
এসিআই মটোরসের বিদ্যমান উৎপাদন সুবিধা ব্যবসায়ে বৃদ্ধি এবং প্রসারণের জন্য ব্যবহার হবে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান