ঢাকা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

সময়: বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২০ ১২:০৬:৩৯ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৬ টাকা (রিস্টেটেড), গত বছর একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ১.৯৯ টাকা।

আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৩০.১৩ টাকা ( পুনর্মূল্যায়নের পর), আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিলো ২৪.০৬ টাকা এবং কোম্পানির শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ১.৬০ টাকা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ২৪ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৩৩ বার পড়া হয়েছে ।
Tagged