নিজস্ব প্রতিবেদক : সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পনিটি নগদ লভ্যাংশ গত ১১ অক্টোবর বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। এছাড়া কোম্পানিটি ডিভিডেন্ট ওয়ারেন্টের মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
আর যাদের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশ পৌঁছায়নি, তাদের লভ্যাংশ বিও আইডির ঠিকানায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান