নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সময়োচিত এবং ইতিবাচক পদক্ষেপের কারণে ধারবাহিক উত্থানে লেনদেন হচ্ছে পুঁজিবাজারে। যে কারণে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বিনিয়োগে সক্রিয় হচ্ছেন। এছাড়াও বর্তমান বাজার পরিস্থিতি স্থিতিশীলতা থাকায় অনেক বিনিয়োগকারীদের মধ্যে ধীরে ধীরে আস্থার সঞ্চার হচ্ছে। এখন এ স্থিতিশীলতা ধরে রাখতে সরকার তথা নিয়ন্ত্রক সংস্থাকে নজর রাখতে হবে যাতে করে বিনিয়োগকারীরা যেন এ বাজারে বিনিয়োগ করে কোনোভাবে আর ক্ষতিগ্রস্থ না হয়।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। রোববার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় বেশ কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৯২ কোটি ১০ লাখ ৮৩ হাজার টাকা। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮০ বেড়ে ৪ হাজার ৫৪৫ পয়েন্টে অবস্থান করছে। যা বিগত সাড়ে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৫৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ৬৪ বেড়ে অবস্থান করছে ১৫৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৩টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১২৮ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৩৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১০১১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৭৫ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ২৯২ কোটি ১০ লাখ ৮৩ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৮০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৮ লাখ ২১ হাজার টাকা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান