ব্রেইন স্টেশনের কিউআইও আবেদন প্রত্যাহার

সময়: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ৭:৩২:০৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের এসএম মার্কেটে তালিকাভুক্তির প্রক্রিয়াধীন ব্রেইন স্টেশন ২৩ পিএলসি আগামী মাসে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণের সময় নির্ধারণ করেছিল।

দেশের বর্তমান পরিস্থিতিতে তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি কিউআইও আবেদন প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছেন কোম্পানিটির সচিব আনোয়ার হোসেন।

তিনি জানান, কয়েকদিন দেশব্যাপি নেটওয়ার্ক বন্ধ রাখায় বর্হিবিশ্বে এবং ব্যবসায় কোম্পানিটির নেতিবাচক প্রভাব পড়েছে। এরমধ্য দিয়ে শেয়ারবাজারে এসে প্রশ্নের মুখোমুখি হতে চাই না।

এর আগে গত ৯ জুন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কিউআইও অনুমোদন করেছিল।

এসএমই খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কোম্পানিটিকে ৫ কোটি টাকা কিউআইও অনুমোদন দিয়েছিল।

কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করতে চেয়েছিল।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি কম্পিউটার ও আইটিসামগ্রী এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করার কথা ছিল।

 

Share
নিউজটি ৪৬ বার পড়া হয়েছে ।
Tagged