ডিএসইর শীর্ষ ব্রোকারের তালিকা প্রকাশ

সময়: বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২ ৭:৩৫:১১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারি মাসের লেনদেনের উপর ভিত্তি করে শীর্ষ ২০ ব্রোকারের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে শীর্ষ অবস্থান করছে ইউসিবি স্টক ব্রোকারেজ সিকিউরিটজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ফেব্রুয়ারি মাসে শীর্ষ ব্রোকারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লংকা বাংলা সিকিউরিটিজ লিমিটেড। তৃতীয় স্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড।

এছাড়াও, চতুর্থ স্থানে উঠে এসেছে ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, পঞ্চম স্থানে সিটি ব্রোকারেজ, ৬ষ্ঠ স্থান দখল করেছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, ৭ম অবস্থানে রয়েছে শেলটেক ব্রোকারেজ লিমিটেড, ৮ম হয়েছে ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, নবম স্থান দখল করেছে বিএলআই সিকিউরিটিজ লিমিটেড এবং এমটিবি সিকিউরিটিজ লিমিটেড দশণ স্থানে উঠে এসেছে।

শীর্ষ ২০টি ব্রোকারের মধ্যে উঠে আসা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মাল্টি সিকিউরিটিজ এন্ড সার্ভিসেস লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড,শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ও বিডি সান লাইফ সিকিউরিটিজ লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৯৮ বার পড়া হয়েছে ।
Tagged